মাথাভাঙ্গা মনিটর: খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে বন্ধুকে। এরপর নিজের মাথায় পিস্তল ঠেঁকিয়ে আত্মহত্যা করেন ফ্রাইবার্গ। যুক্তরাষ্ট্রের একটি স্কুলের গুলিতে এ ঘটনা ঘটেছে। শুক্রবার ওয়াশিংটনের ম্যারিস্যাভিলে-পিলচাক হাইস্কুলের ক্যাফটেরিয়ায় এ ঘটনা ঘটে। বন্দুকধারী ছাত্রের নাম জেলেন রে ফ্রাইবার্গ। গুলিতে গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। ক্যাফটেরিয়ায় একটি টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল ফ্রাইবার্গ। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ গুলি করা শুরু করে ছেলেটি। খুব কাছ থেকে ছোঁড়া গুলিতে নিহত ছাত্র তারই বন্ধু। এরপর নিজের মাথায় পিস্তল ঠেঁকিয়ে আত্মহত্যা করে ফ্রাইবার্গ। ধারণা করা হচ্ছে, মেয়েঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।