জীবননগরে পুলিশের অভিযানে রুপার চেন ও প্রাইভেটকারসহ দু চোরাকারবারী গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে রুপার চেনসহ দু চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাসাদাহ বাজারে একটি শাদা রঙের প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

থানাসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০) ও একই উপজেলার নাস্তিপুর গ্রামের কায়দার বিশ্বাসের ছেলে ইয়াজুতুল্লাহ (৩২) একটি শাদা রঙের প্রাইভেটকারযোগে আন্দুলবাড়িয়া সড়ক হয়ে ঢাকার উদ্দেশে হাসাদাহ অভিমুখে যাওয়ার পথে অনন্তপুর গ্রামের একটি নির্জন মাঠে দাঁড়িয়ে পড়লে তা স্থানীয় জনতার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় জনতা সন্দেহবসত পুলিশকে খবর দিলে থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফর কবীর, এএসআই আশরাফ ও এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাসাদাহ বাজারে ওত পেতে থাকে। কিছুক্ষণ পর একটি শাদা রঙের প্রইভেটকার (ঢাকা-মেট্রো-খ-১২-২৭৬৭) গতিরোধ করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা চোরাকারবারী সোহেল রানা ও ইয়াজুতুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের এ জিজ্ঞাসাবাদে সন্দেহের সৃষ্টি হলে গাড়িসহ থানা হেফাজতে নেয়া হয় তাদেরকে। পরে প্রাইভেটকারটি তল্লাসী চালিয়ে স্টেয়ারিঙের কভারের ভেতর অভিনব কায়দায় রাখা প্রায় ৩ কেজি ওজনের রুপার চেন উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।