চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসবে জেলা পরিষদ প্রশাসক

 

নাটক নাচ গান সামাজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে

খাইরুজ্জামান সেতু: নাটক দেশ, জাতি, সমাজ ও জাতির কথা তুলে ধরে। নাটক, নাচ, গান সামাজের ইতিবাচক পরিবর্তন করতে পারে। নাটক, নাচ, গান, খেলাধুলা চর্চা করলে মানুষের মন ভালো থাকে। যুবসমাজকে সামাজের খারাপ কাজ থেকে দূরে রাখে। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু উপরোক্ত কথাগুলো বলেন। জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি অরিন্দম নাট্যোৎসবে আসতে পেরে। নাট্যোৎসব চুয়াডাঙ্গাতে খুবই কম হয়। নাট্যোৎসব আরো বেশি বেশি হওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে মানুষের মধ্যে প্রাচঞ্চল্যতা আসবে। জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বক্তব্যের পর অনুষ্ঠিত হয় ঢাকা থেকে আগত দেশ নাটকের পরিবেশনায় মাহবুব লীলনের রচনায় ইশরাত নিশাতের নির্দেশনায় নাটক অরক্ষিতা। নাটক শুরুর আগে অরিন্দম সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে সদস্যবৃন্দ নাটকের নির্দেশক ইশরাত নিশাত, সহকারী নির্দেশনা সহকারী অয়ন চৌধুরী ও প্রযোজনা অধিকর্তা এহসানুল আজিজ বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এছাড়াও অরিন্দমের পক্ষে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু এহসানুল আজিজ বাবুকে ক্রেস্ট উপহান দেন। অরিন্দমের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ হামিদুর রহমান, দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আপেল মাহমুদ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহামান, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান প্রমুখ। উদীচী মেহেরপুর জেলা শাখার পক্ষে ছিলেন নিপ্পন। আজ অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা দর্শনার অনিবার্ন থিয়েটারের পরিবেশনায় আনোয়ার হোসেনের রচনায় ও নির্দেশনায় নাটক জিষ্ণু যারা।