মাথাভাঙ্গা মনিটর: চীনের দূর পশ্চিমাঞ্চলীয় এলাকা শিনজিয়াংয়ে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এ ঘটনায় ১১ জন শ্রমিক আহত হয়েছেন এবং ছয়জন শ্রমিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাতে শিনজিয়াংয়ের প্রধান শহর উরুমকিতে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জাননো হয়েছে। দুর্ঘটনার সময় খনির ভিতরে ৩৩ জন শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। চীন বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলনকারী দেশ। কিন্তু দেশটির খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় এখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। জুনে দক্ষিণপশ্চিম চীনে অপর এক খনি দুর্ঘটনায় ২২ শ্রমিক নিহত হয়েছিলেন।