স্টাফ রিপোর্টার: এবার আর নাটকে নয়, সত্যিকারের বউ-ই সাজলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী বিন্দু। আর এমন সাজে তিনি পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। শুক্রবার রাতে ঢাকার অভিজাত হোটেল ৱ্যাডিসন ওয়াটার গার্ডেনের উৎসব হলে আকদ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বিয়ে সম্পন্ন হয়। একেবারে ঘরোয়া পরিবেশে হয়েছে এ কার্যক্রম। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্য ছাড়াও পাত্র-পাত্রীর আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার। কুমিল্লার ছেলে আসিফ রাজধানীতেই বতর্মানে স্থায়ীভাবে বসবাস করছেন। পারিবারিকভাবেই বিন্দু ও আসিফের বিয়ে সম্পন্ন হলো। বিন্দু জানান, তার বর আসিফের পরিবারের আগ্রহেই হঠাৎ করে আকদ হয়েছে।