মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ সদর উপজেলার নূরপুরে গ্রামের ইসরাফিল খুন মামলার আসামি মসলেমকে (৪৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মসলেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মসলেম ওই গ্রামের মক্কর আলীর ছেলে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার নূরপুর গ্রামে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইসরাফিল খুন হয়। প্রকাশ্য দিবালোকে কতিপয় সন্ত্রাসী তাকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে জবাই ও বোমা মেরে হত্যা করে।