বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বারাদী বাজার দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বারাদী ইউনিট সভাপতি শামীম ফেরদৌসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসতুল্লাহ খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবলীগ সম্পাদক মোমিন।