মুজিবনগরে ডাকাতির ঘটনার ৭ জন গ্রেফতার

 

মুজিবরগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অব্যাহত ডাকাতির ঘটনায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ গ্রেফতার অভিযান বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের নামে চুরি, ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। এরা হচ্ছে- মহাজনপুর গ্রামের সুজন শিকদার (২১), আব্দুর রাজ্জাক (২৬) ও জাহান আলী (২১), কেদারগঞ্জের মহব্বত আলী (৬০), বাগোয়ান গ্রামের কাহেরুল শাহ (৪৫), কোমরপুর গ্রামের রুপ চাঁদ (২৫) ও সুজাত আলী (২১)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, গত কয়েকদিন ধরে মুজিবনগর ও সদর উপজেলায় কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে। এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গ্রেফতার অভিযান চালানো হয়।

Leave a comment