টিপ্পনী:

খবর : (আলমডাঙ্গায় পুলিশের বিরুদ্ধে মাদকব্যবসায় সহযোগিতার অভিযোগ)

খাও বাবা খাও মাদক গিলে
হয় না কিছু পয়সা দিলে
আমরা অনেক খোরকে পুষি
টাকা পেলেই ভীষণ খুশি।

মদ হেরোইন ফেন্সি তাড়ি
হজম করো কাড়ি কাড়ি
দোষ কী এমন বলো তাতে
নগদ দিলে হাতে হাতে।

মাদক-জুয়ার ছড়াছড়ি
মাতালরা খায় গড়াগড়ি
কাপড় খুলে হারায় হুঁশ
পুলিশ বাবু কামায় ঘুষ।

-আহাদ আলী মোল্লা

Leave a comment