ঝিনাইদহের কালীগঞ্জে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

 

শিপলু জামান: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির প্রশ্ন নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ উঠেছে। মোবারকগঞ্জ চিনিকলের সমবায় সমিতির ছাপাখানা থেকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে বাণিজ্য করা হচ্ছে বলে ছাত্র-অভিভাবকরা অভিযোগ করেছে। আজ শনিবারে অনুষ্ঠিত গণিত পরীক্ষার প্রশ্নপত্র গতকাল শুক্রবার কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্রি হতে দেখা গেছে। নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, প্রতিটি প্রশ্ন পাঁচশ থেকে এক হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রশ্ন মোবারকগঞ্জ চিনিকলের ছাপাখানা থেকে ছাপা হয়। অনেকের ধারণা এক শ্রেণির অসাধু শিক্ষকের যোগসাজশে এ প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ ভূষণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান জানান, প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি-না তা আমার জানা নেই। ভূষণ স্কুলে টেস্ট পরীক্ষা চলছে এবং আগামীকাল (শনিবার) গণিত পরীক্ষা বলে তিনি জানান। স্কুল থেকে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তিনি এও জানান, কালীগঞ্জে শিক্ষক সমিতির দুটি গ্রুপ আছে। এখন কোন সমিতির প্রশ্ন ফাঁস হয়েছে তা তিনি বলতে পারেন নি। কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতরাতে নতুন প্রশ্ন ছাপিয়ে আজ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।