গাংনীতে গাদি খেলা প্রতিযোগিতা

 

গাংনী প্রতিনিধি: গা ঘেমেছে পাল্লা দিয়ে খেলে কাঁচের গুটি, পোয়ালগাদায় লুকোচুরি হেসেই কুটিকুটি, জোসনা রাতে পাড়ায় পাড়ায় চলতো গাদি খেলা, বারে বারে ডাক দিয়ে যায় আমার ছেলেবেলা। তুখোড় ছন্দশিল্পী ছড়াকার আহাদ আলীর মোল্লার ওই ছড়ার মতোই গাদি খেলার মাঝে ছেলেবেলা ফিরে পেয়েছেন অনেকেই। মেহেরপুর গাংনীর পূর্বমালসাদহ মিষ্টিপাড়ায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গাদি খেলা প্রতিযোগিতা। গাদি খেলা দেখতে ভিড় করেছিলেন বিভিন্ন বয়সী অসংখ্য খেলা প্রিয় নারী পুরুষ। দুর-দুরান্ত থেকে এসেছিলেন গাদি খেলোয়াড়রাও। প্রাণের এই খেলা শৈশবের ডাক দিয়ে যায় বলে অনুভূতি প্রকাশ করলেন কয়েকজন মধ্য বয়ষ্ক দর্শক। মিষ্টিপাড়া আমবাগানে শুক্রবার সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য রেজাউল হক, মিজানুর রহমান হাসু, খাইরুল ইসলাম, বাবু ও মহিবুল ইসলামসহ স্বেচ্ছাসেবকবৃন্দ। উদ্বোধনী খেলায় বাবু-বাবলু মিয়ার গাংনী চাউল পট্টি একাদশ ৭-০ গোলের বিশাল ব্যবধানে ধানখোলা একাদশকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে।