আলমডাঙ্গার নওলামারীর আদমব্যবসায়ী শাহাবুলের প্রতারণায় বিদেশে গিয়ে বিপাকে বেশ কয়েকজন যুবক

 আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পল্লি নওলামারির আদমব্যবসায়ী শাহাবুলের প্রতারণায় বিদেশে গিয়ে বিপাকে পড়েছে বেশ কয়েকজন যুবক। নওলামারি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে শাহাবুল ইসলাম বেশ কয়েক বছর ধরে এলাকায় আদমব্যবসা করে আসছে। প্রতিদিন মাত্র ৭/৮ ঘণ্টা কাজ করে ৭ ডলার করে বেতন দেয়ার প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নিজ গ্রামসহ এলাকার বেশ কিছু যুবকে ওমানে পাঠায়। জমিজমা বিক্রি ও ধার-দেনা করে ওমানে গিয়ে ওই সকল যুবক পড়েছে বিপাকে। ৭/৮ ঘণ্টা কাজ করার কথা বললেও সেখানে ১২/১৪ ঘণ্টা করে কাজ করিয়ে নিচ্ছে। এ অমানুষিক পরিশ্রম করিয়ে নেয়ার পরও প্রতিশ্রুতি মোতাবেক প্রতিদিন ৭ রিয়ালের পরিবর্তে দেয়া হচ্ছে মাত্র ৩ রিয়াল। খাওয়া, থাকা, ঘুমানোর প্রকট অসুবিধা সত্ত্বেও প্রতিদিন ১২/১৪ ঘণ্টা পরিশ্রমে তারা কাহিল হয়ে পড়ছে। অনেকে বাড়িতে স্বজনদের নিকট মোবাইলফোনে কান্নাকাটি করছে। জমাজমি বিক্রি করে, ধার-দেনা করে সর্বস্ব উজাড় করে দালালের হাতে তুলে দিয়ে বড়ই বিপদে পড়েছে তারা। একদিকে ধারের টাকা শোধ করা, অন্যদিকে দেশে ফেরত আসার টাকা রোজগার করতে না পারলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। নওলামারী গ্রামের মৃত গঞ্জের মণ্ডলের ছেলে টাইলস মিস্ত্রি সুজন, ছত্রপাড়া গ্রামের হারুন, মিত্র, রাশিদুলসহ অনেকেই এখন ওমানে বিপাকে রয়েছেন। তাদের আত্মীয়-স্বজনও রয়েছেন উৎকণ্ঠায়।