মুজিবনগর বাবুপুর ও পরানপুরে দুটি বাড়িতে ডাকাতিকালে প্রতিরোধের মুখে ৭টি বোমা বিস্ফোরণ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। গত বুধবার রাতে বাবুপুর ও পরানপুর গ্রামে দুটি বাড়িতে ডাকাতিকালে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ৭টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ডাকাতদল। এর আগে রোববার রাতে মুজিবনগর উপজেলার ৯ বাড়িতে, সোমবার রাতে একটি বিউটি পার্লারে ডাকাতি সংঘটিত হয়।

জানা গেছে, গত বুধবার রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাতদল বাবুপুর গ্রামের কেনাব উদ্দীনের বাড়িতে হানা দেয়। গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে মারধর করে সোনার গয়না, মোবাইলফোন ও নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুটে নেয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ফাঁকা স্থানে ৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

এর প্রায় ২০ মিনিট পরে পার্শ্ববর্তী পরানপুর গ্রামের আজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে একই কায়দায় ২৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। সেখানেও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদলের মুখোশধারী সদস্যরা। তবে দুটি ঘটনায় ফাঁকা স্থানে বোমার বিস্ফোরণ হওয়ায় কেউ হতাহত হয়নি বলে এলাকাসূত্রে জানা গেছে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুজিবনগর থানা ও স্থানীয় কোমরপুর পুলিশ ক্যাম্প সদস্যরা। তবে ডাকাতদলের কোনো সদস্য গ্রেফতার হয়নি।

মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু জানান, প্রতিরাতেই এলাকায় ডাকাতি হচ্ছে। এতে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। জানমালের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি। অব্যাহত ডাকাতির বিষয়ে জানতে চেয়ে মোবাইলফোনে যোগাযোগ করা হয় মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের সাথে। তিনি বলেন, ডাকাত নির্মূল ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে।

Leave a comment