মাথাভাঙ্গা মনিটর: ইউনুস খানের পর সরফরাজ আহমেদের ঝড়ো শতকে পাকিস্তানের বড় সংগ্রহের ভালোই জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান করেছে তারা। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৪৫৪ রানে। গতকাল বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক পাকিস্তান। রানে ফেরার ইঙ্গিত দেয়া মিসবাহ-উল হক আউট হন ৬৯ রান করে। এর আগে আসাদ শফিকের সাথে পঞ্চম উইকেট জুটিতে ৯৩ রান করেন তিনি। আউট হওয়ার আগে শফিক করেন ৮৯ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে সরফরাজ আহমেদ দারুণ এক শতক করেন। আর এতেই বড় সংগ্রহ পায় পাকিস্তান। আউট হওয়ার আগে ১৪টি চারে ১০৫ বলে ১০৯ রান করেন সরফরাজ। ষষ্ঠ উইকেটে শফিকের সাথে পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১২৪ রানের একটি জুটিও উপহার দেন তিনি। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার পেসার মিচেল জনসন। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স। ওয়ার্নার ৭৫ ও রজার্স ৩১ রান করে অপরাজিত আছেন।