দিপাবলী উৎসব পালিত

 

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র দিপাবলী উৎসব ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। সনাতন ধর্মমতে এ মাহেন্দ্রলগ্নে আবির্ভাব ঘটে মঙ্গল, জননী কালী দেবীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ উপলক্ষে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালানো, বাজি ফোটানো, উলু দেয়াসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মঙ্গল শিখা প্রজ্বলন এবং শ্যামাপূজার উৎসব। দীপাবলি মানে আলোর উৎসব। দীপাবলী সনাতনধর্মীদের উৎসব বিশেষ। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যজ্ঞরাত্রি নামেও অভিহিত। মহালয়ায় শ্রদ্ধা গ্রহণের জন্য যমলোক ছেড়ে যে পিতৃপুরুষগণ মর্ত্যে আগমন করেন বলে, তাদের পথ প্রদর্শনার্থে উলকা জ্বালানো হয়। এ কারণে এ দিন আলোকসজ্জা ও বাজি পোড়ানো হয়। আজ শুক্রবার ভাইফোটা, অতিথি আপ্যায়ন ও আরতি। আগামীকাল শনিবার কালী বির্সজন।

মেহেরপুর অফিস জানিয়েছে, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও অঞ্জলি প্রদানের মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দিপাবলী ও শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দির, নায়েব বাড়ি পূজামন্দির, হরিসভা, হালদারপাড়া ও বামনপাড়াসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে দিপাবলী উৎসব ও শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।