অবশেষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পরিষদে সভা করলেন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান থানা জামায়াতের সভাপতি মাও. তাজুল ইসলাম চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার সাত মাস পর গতকাল বৃহস্পতিবার পরিষদের প্রথম সভা করেন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রায় হাফডজন মামলার আসামি মাও. তাজুল ইসলাম গ্রেফতার আতঙ্কে পরিষদের প্রথম সভা করতে পারেননি। গত ২৩ মার্চ শপথ নেয়ার পর ২০ এপ্রিল পরিষদের প্রথম সভা করার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দিন তিনি সভায় যোগ দিতে না পারায় পরবর্তী সভা ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়। পুনঃনির্ধারিত তারিখেও চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রথম সভায় উপস্থিত হতে না পারায় আইনি জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় মন্ত্রণালয়ের নির্দেশে বিগত পরিষদের চেয়ারম্যান অস্থায়ীভাবে পরিষদের দায়িত্ব চালিয়ে যেতে থাকেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের গত ২ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে প্রায় সাত মাস পর উপজেলা চেয়ারম্যান মাও. তাজুল ইসলাম গতকাল পরিষদের প্রথম সভা করেন। প্রথম সভায় প্যানেল গঠন ও অনুমোদন দেয়া হয়। জামায়াত থেকে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুনকে ১ নং প্যানেল মনোনীত করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সভার কাজ শেষ করে উপজেলা পরিষদ ত্যাগ করেন।