সেই ইউনুস খানই ত্রাতা

মাথাভাঙ্গা মনিটর: কোনো কারণ ছাড়াই তাকে ওয়ানডে সিরিজের দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল, যা মানতে না পেরে ক্ষোভে, অভিমানে ইউনুস খান জানিয়ে দেন, টেস্ট দলেও যেন তাকে না রাখা হয়। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের উদ্যোগে ভুল বোঝাবুঝির অবসান হয়। ভাগ্যিস হয়েছিল! না হলে কাল শুরু হওয়া দুবাই টেস্টের প্রথম দিনে বড় লজ্জাতেই পড়তে হতো পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার আগুনে পেসে দল যখন দিশেহারা, সেই ইউনুস খানই তখন দাঁড়িয়ে গেলেন ত্রাতার ভূমিকায়। রেকর্ডছোঁয়া এক সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন অভিজ্ঞতার মূল্য কত! কে জানে ওয়ানডে সিরিজে ইউনুস দলে থাকলে হয়তো ধবল ধোলাইয়ের লজ্জা এড়াতে পারত পাকিস্তান।
ঘাসহীন মন্থর উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল পাকিস্তান। এক রানে এক ও সাত রানে দুই উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখন ক্রিজে আসেন ইউনুস। পাঁচ ঘণ্টা ১৭ মিনিট ব্যাট করে দিনের শেষ সেশনে যখন মিচেল জনসনের তৃতীয় শিকারে পরিণত হন, ততক্ষণে পাকিস্তানের পক্ষে টেস্টে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ইউনুস। চার উইকেটে ২১৯ রানে দিন শেষ করেছে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল-হক ৩৪ ও আসাদ শফিক ৯ রানে অপরাজিত রয়েছেন।
২৫ সেঞ্চুরির রেকর্ড গড়তে ইনজামাম-উল-হকের লেগেছিল ১২০ টেস্ট। ৯৯ রানের মাথায় নাথান লায়নকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে মাত্র ৯২ টেস্টেই সেই রেকর্ডের যৌথ ভাগিদার হয়ে যান ৩৬ বছর বয়সী ইউনুস। একই সঙ্গে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সব টেস্টখেলুড়ে দলের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি দশটি চার ও একটি ছক্কায়। তৃতীয় উইকেটে আজহার আলী (৫৩) সঙ্গে ১০৮ ও চতুর্থ উইকেটে মিসবাহর সঙ্গে ৮৩ রানের দুটি মহামূল্যবান জুটি গড়েন ইউনুস। ২০ ওভারে মাত্র ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার জনসন।

Leave a comment