আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল আলমডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদল নেতা ও উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক ডাবুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মজিবার রহমান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু। উপস্থিত ছিলেন- যুগ্মসাধারণ সম্পাদক কামরুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক মহাবুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেন, মিন্টু, মামুন, বিপ্লব, ওয়াদুদ, শমসের আলি, জাহাঙ্গীর হোসেন, শফি উদ্দীন, জামাল উদ্দীন, তাহের, লিপন, রায়হান, কুরবান, আশরাফুল, জাহাঙ্গীর, খালেক, প্রিন্স, রাশেদুল, ঝন্টু প্রমুখ।
ওই সভায় বিএনপির বিদ্রোহী গ্রুপের যুবদলের যুগ্মআহ্বায়ক মাগরিবুর রহমান তার কয়েকজন অনুসারীসহ অহিদুল গ্রুপে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তিনি নিজের অবস্থান পরিবর্তন সম্পর্কে বলেন- মূলধারার সাথে একত্রিতভাবে না কাজ না করলে দলের জন্য অবদান রাখা সম্ভব হবে না। বিষয়টি বিবেচনা করে দলের স্বার্থেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।