মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেল গ্রহণ করেছে। মালালা পুরস্কারের এক লাখ মার্কিন ডলার তার জন্মভূমি পাকিস্তানে শিশুদের শিক্ষার উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার করেছে। খবরে বলা হয়, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা বঞ্চিতদের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আত্মনিবেদন এবং প্রতিকূলতার সামনে সাহস ও পরিবর্তনের ক্ষমতার জন্য মালালা এ পুরস্কার পেয়েছে। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে (এনসিসি) মালালার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার গ্রহণের সময় ১৭ বছর বয়সী মালালা জানিয়েছে, পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ মার্কিন ডলার পাকিস্তানের শিশুদের শিক্ষার উন্নয়ন ও সহায়তায় দান করা হবে। মালালা তার বক্তব্যে বলে, দারিদ্র্য, অজ্ঞতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে ভালো অস্ত্র শিক্ষা। যুদ্ধ ও সঙ্ঘাতকে না বলার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে মালালা। এ বছর জুনে পুরস্কারটির জন্য মালালার নাম ঘোষণা করা হয়। এতো অল্প বয়সে এর আগে কেউ এ পুরস্কার পাননি।