মেহেরপুরের প্রবীণ আইনজীবী আবু বক্কর আর নেই

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জজ আদালতের প্রবীণ আইনজীবী আবু বক্কর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজেউন)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৬ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বুধবার বাদ মাগরিব মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম অ্যাড. আবু বক্কর মেহেরপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আল মামুন অনলের পিতা। তিনি দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন।

Leave a comment