মেহেরপুর অফিস: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি হস্তান্তরের লক্ষ্যে গতকাল বুধবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি টিম আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেছে। এ উপলক্ষে দুপুরের দিকে অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক আমিরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেছে। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন পরিদর্শন টিমের সদস্যদের নীলকুঠির বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, লাইব্রেরিয়ান বাকী বিল্লাহ, সার্ভেয়ার চুয়াখুয়াই প্রমুখ।