তারেকের উপদেষ্টা সায়েম লন্ডনে গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সদ্যনিযুক্ত মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এমএ সায়েমকে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ। ভুয়া কাগজপত্র তৈরি করে একজন মক্কেলকে সহায়তার অভিযোগে গত মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সায়েমকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সম্প্রতি এমএ সায়েমসহ বেশ কয়েকজন আইনজীবীকে তার মানবাধিকারবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেন তারেক রহমান। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ১০ দিন পার না হতেই গ্রেফতার হলেন সায়েম। নামপ্রকাশ না করার শর্তে সায়েমের পার্শ্ববর্তী আইনি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ইস্ট লন্ডনে নিজের আইনি সহায়তা প্রতিষ্ঠান উজমা ল সেন্টার থেকে এমএ সায়েমকে গ্রেফতার করা হয়।

Leave a comment