জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিভিন্ন স্থানে মানববন্ধন ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখা দিবসটি উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে।

গতকাল বুধবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির পাশের মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহাজান মুকুল ও মানি খন্দকার। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক এবং জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

মানববন্ধনের পর একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায়, নিসচা’র সদস্য ছাড়াও আইনজীবী, সাংবাদিক, বিআরটিএ’র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা সংগঠন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ডা. এমএ বাশার, সদস্য সচিব সাংবাদিক তুহিন আরণ্য, সুজনের সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, অরণীর সভাপতি নিশান সাবের, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম সুমন প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। ইতোমধ্যে নিবন্ধনবিহীন গাড়ি আটক ও বিচারের আওতায় আনা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান প্রচলিত আইনের সংশোধন করার দাবি জানিয়ে বলেন, লাঠির আঘাতে মানুষ খুন হলে যাবজ্জীন কারাদণ্ডসহ জরিমানার ব্যবস্থা রয়েছে অথচ সড়ক দুর্ঘটনায় মানুষ মরলে চালকের ৩ বছর জেল অথবা মাত্র ১০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বুধবার ঝিনাইদহ শহরে ৱ্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে ঝিনাইদহ পৌর পার্ক শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই’র সদস্য সচিব সাকিব আল হাসান মিজু। বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শ্রমিকনেতা একরামুল হক লিকু ও জেলা যুগ্মআহ্বায়ক এমদাদুল হক। বক্তারা সড়কে চলাচলের সময় মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দাবি করে বালেন, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।