কোটচাঁদপুর প্রতিনিধি: মাংস রান্নার মসলা খেয়ে গতকাল বুধবার কোটচাঁদপুর উপজেলার একটি স্কুলের ১০ ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা গেছে, বলরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্র বাড়ি থেকে মাংস রান্নার গুঁড়ো মসলা স্কুলে নিয়ে যায়। মুখরোচক হওয়ায় ওই মসলা খায় ৫ম শ্রেণির ১০/১২ জন ছাত্র। আধাঘণ্টা পর একে একে ১০ ছাত্র ক্লাসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা তড়িৎ একটি মাইক্রোবাসযোগে ছাত্রদেরকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে ওই ছাত্রদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত ডা. সুলতান আহমেদ এ প্রতিনিধিকে জানান, খাদ্যে সামান্য বিষক্রিয়ায় এমনটি হয়েছে। তবে ভয়ের কিছু নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বাচ্চা ছেলে না বুঝে বাড়ি থেকে মসলার গুঁড়ো এনে সবাই মিলে খেয়ে এমনটি হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা সকলেই ৫ম শ্রেণির ছাত্র।