আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য কালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কালামের লাশ দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। যশোর সেনানিবাসের ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির এক প্লাটুন সেনা সদস্য ও কর্মকর্তা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বণ্ডবিল নামক স্থানে হক ফিলিং স্টেশনের অদূরে মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কালামের (৪৮) শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে যশোর সেনানিবাসের ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লে. আশরাফ ও ওয়ারেন্ট অফিসার বজলুসহ এক প্লাটুন সেনা সদস্য মৃত কালামের বাড়িতে পৌঁছে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। পরে সাইরেন বাজিয়ে গুলি ফুটিয়ে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন লে. আশরাফ। এছাড়া মৃত কালামের দাফনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।