ভালাইপুর প্রতিনিধি: চোরেরও যে মাঝে মাঝে সুবুদ্ধি উদয় হয় তার প্রমাণ মিললো গতকাল মঙ্গলবার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের তালা ভেঙে চুরি যাওয়া মালামাল ফেরত দেয়া দেখে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত রমজান মাসে চোরের দল গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের রুমের স্টিল আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের প্রজেক্টর, বাইনোক্লোর দূরবীক্ষণ যন্ত্র, ক্যামেরাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের জিনিস চুরি করার পর হয়তো চোরের মনে সুবুদ্ধির উদয় হয়েছে। চুরি যাওয়ার দীর্ঘ কয়েক মাস পর গতকাল যেকোনো সময় অজ্ঞাত চোরের দল বিদ্যালয়ের পুরানো বাথরুমের মধ্যে কার্টনে রেখে যায়। স্কুলের আয়ার শিশু দু সন্তান খেলতে খেলতে কার্টন দেখতে পেয়ে তাদের মায়ের কাছে জানায়। তিনি কার্টনের কথা শিক্ষকদের জানান। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা কার্টনে বোমা থাকতে পারে ভেবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনকে অবহিত করেন। গোকুলখালী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় কার্টন খুলে দেখতে যায় পূর্বে হারিয়ে যাওয়া বিদ্যালয়ের ক্যামেরাটি বাদে প্রজেক্টর, বাইনোক্লোর দূরবীক্ষণ যন্ত্র প্যাকেটের মধ্যে কার্টনে করে ফেলে গেছে।