মেহেরপুর সীমান্তে বিজিবির মতবিনিময় সভা

 

মেহেরপুর অফিস: সীমান্তে হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচাররোধে সচেনতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময়সভা করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার দুপুর বারটার দিকে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশিদের সব সময় সাবধানে চলাফেরা করতে হবে। কোনোক্রমে তারা যেন জিরোপয়েন্ট অতিক্রম না করেন সে বিষয়ে সজাগ থাকতে হবে। তাহলে সীমান্ত হত্যা বন্ধ কমিয়ে আনা যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ৪৭ বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান।