মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে আবারও ডাকাতি সংগঠিত হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে সাজ বিউটি পার্লার সংলগ্ন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুটে নেয় ডাকাতরা।
সাজ বিউটি পার্লারের মালিক আরোজ আলী জানান, রাত ২টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত তার দোকান সংলগ্ন বাড়িতে হানা দেয়। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যকে জিম্মি করে। পরে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় দু লাখ টাকার সোনার গয়না লুটে নেয় তারা। ডাকাতি শেষে পালনোর সময় প্রতিরোধের চেষ্টা করে জনতা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে ডাকাতদল। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।