আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানে ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গেছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সেবন করে জীবন ধ্বংস করে ফেলছে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। সে লক্ষ্যে গতকাল ভাংবাড়িয়া ফুটবলমাঠে ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক সমিতি ফুটবল টুর্নামেন্টে বড় গাংনী ও মোচাইনগরের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের সার্বিক সহযোগিতায় ভাংবাড়িয়া গ্রামের সমাজসেবক ইউসুচ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাইছার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিনারুল ইসলাম বিশ্বাস, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম, আওয়ামী লীগ নেতা আ. জলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হামিদ, ছানোয়ার হোসেন, সুজন আলী, উজ্জল, মিনারুল, জাফর, আশা, হাসু, আছেল প্রমুখ। খেলা পরিচালনা করেন হাসানুদ্দৌল্লা মিলন। সহকারী রেফারি ছিলেন মুস্তাক ও সাঈদ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে বড় গাংনী ৩-২ গোলে মোচাইনগরকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলকে গরু পুরস্কার দেয়া হয়।