স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে পশ্চিমাবিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো সংকট বা আস্থাহীনতা নেই। স্পিকার বলেন, আন্তর্জাতিক দুটি সংস্থার সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়াই প্রমাণ করে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি বিশ্বের আস্থা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্পিকার শিরিন শারমীন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও দশম সংসদের প্রতি যদি পশ্চিমা বিশ্বের অনাস্থা থাকতো তাহলে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মতো দুটি সংস্থার চেয়ারপারসন ও চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব ছিলো না। ক্যামেরুনে অনুষ্ঠিত সিপিএ’র নির্বাচনে অংশগ্রহণ শেষে বিকেল ৪টায় দেশে ফেরেন জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় স্পীকারের পাশে আইপিইউ’র নবনির্বাচিত চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গণতন্ত্রের প্রতি বিশ্বের আস্থা রয়েছে : স্পিকার
