স্টাফ রিপোর্টার: জেলা লোকমোর্চার হস্তক্ষেপে গতকাল দুপুরে জেলা লোকমোর্চা কার্যালয়ে বিয়ে হলো প্রতিবন্ধী মুন্নীর। প্রতিবন্ধী মুন্নী জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মসজিদপাড়ার শহিদ হোসেনের মেয়ে। বর সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রেজাউল হক রেজা। বিয়ে অনুষ্ঠানে জেলা লোকমোর্চার নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী ও সুধীমহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লোকমোর্চা টিম গতপরশু প্রতিবন্ধী মুন্নী খাতুন ও রেজার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলে। লোকমোর্চার আহ্বানে গতকাল সকালে মুন্নী ও রেজা উপস্থিত হয় জেলা লোকমোর্চা কার্যালয়ে। মুন্নীর পক্ষে তার অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মুন্নীর ভাবী রুমা খাতুন ও রেজার পক্ষে তার চাচা শাহ আলম। উভয়পক্ষের সম্মতিতে দু লাখ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বর-কনে চুয়াডাঙ্গা থেকে কনের বাড়ির উদ্দেশে যায়। সেখান থেকে পরে তারা বর রেজার পিতার বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নেয়। বিয়ের পর উপস্থিত সকলকে লোকমোর্চার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।
নিকাহ রেজিস্ট্রার আবুল হাশেম বর-কনেকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা লোকমোর্চা সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মানিক আকবর, জুলিয়াস মিল্টু, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সহসভাপতি সাহানা ইউছুপ কেয়া, নির্বাহী সদস্য মমতাজ রোজি, লোকমোর্চার সচিব শাহনাজ পারভীন শান্তি। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শাহজাহান আলী, অ্যাডভোকেট আনছার আলী, অ্যাডভোকেট হানিফ উদ্দিন প্রমুখ।