জীবননগর সীমান্তে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ ও সার্জিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করেছে। এ সময় এক মাদকব্যবসায়ীকে আটক করে বিজিবি। উপজেলার উথলী বিশেষ ক্যাম্প, জীবননগর সীমান্ত ফাঁড়ি ও রাজাপুর বিওপি জওয়ানরা গত রোববার রাতে এ অভিযান পরিচালনা করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি হাবিলদার সাইফুল ইসলাম ফোর্স নিয়ে মাগুরা জেলার শালিখা উপজেলায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা সার্জিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করেন। উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের লোকনাথপুর মাঠে অভিযান চালিয়ে করিমন ভর্তি ৪শ বোতল ফেনসিডিলসহ করিমনচালক শফিকুল ইসলামকে আটক করে। আটক শরিফুল সুলতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এছাড়াও রাজাপুর বিওপি হাবিলদার বাবুল পাটোয়ারী সীমান্তের মানিকপুর মাঠ হতে ১১৪ বোতল মদ উদ্ধার করেন।