মেকআপ কেলেঙ্কারিতে জাপানের শিল্পমন্ত্রীর পদত্যাগ

 

মাথাভাঙ্গা মনিটর: সব সময় সেজেগুজে পারফেক্ট হয়ে কাজে নামেন জাপানের সুন্দরী শিল্পমন্ত্রী উকো ওবুচি। কিন্তু শেষ অবধি সেই সাজগোজই কাল হলো তার জন্য। মেকআপ কেলেঙ্কারির জের দলে পদত্যাগ করতে হলো তাকে। তার বিরুদ্ধে রাজনৈতিক অনুদানের টাকা অন্য খাতে ব্যয়ের অভিযোগ ছিলো। জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজনৈতিক অনুদানের শতাধিক কোটি ইয়েন বা প্রায় ৯৫ হাজার ডলার বেআইনিভাবে ব্যক্তিগত সাজগোজের জিনিস কিনে খরচ করেছেন ওবুচি। প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে বৈঠকের পর পদত্যাগ করেন তিনি। অথচ ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদের জন্য তাকেই প্রধান দাবিদার মানা হচ্ছিলো। এদিকে ৫৮ বছর বয়সী বিচারমন্ত্রী মিদুরি মেতসুসিমাও পদত্যাগ করেন। তার বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ ছিলো। শুক্রবার তার বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টি অভিযোগ দায়ের করে। একসঙ্গে দুই মন্ত্রীর পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক তহবিল অরাজনৈতিক কাজে অপব্যবহারের অভিযোগের মুখে সোমবার পদত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী ওবুচি। তার স্টাফরা প্রচারাভিযানের জন্য বরাদ্দ হাজার হাজার ডলারের তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে গত সপ্তায়। সোমবার অ্যাবের সাথে বৈঠকের সময় পদত্যাগপত্র দেন ওবুচি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ওবুচিকে জাপানের সম্ভাব্য প্রথম নারী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।