স্টাফ রিপোর্টার: পরিচয় অজ্ঞাত রেখেই মারা গেলো আনুমানিক ৩০/৩৫ বছরের যুবক। টানা ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতপরশু রাত ৩টার দিকে মারা যায় সে। গতকাল সারাদিনে লাশ দাফন সম্ভব হয়নি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশ রাখা ঘরে রাখা ছিলো লাশ।
জানা গেছে, গত ১১ অক্টোবর রাতে চুয়াডাঙ্গা স্টেশন এলাকা থেকে টহল পুলিশ গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের যুবককে উদ্ধার করে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন খানেকটা অবহেলিতভাবে পড়ে থাকে হাসপাতালের বারান্দায়। এক পার্যায়ে স্টাফ নার্স রাণীর বিশেষ নজর পড়ে। তিনি বাড়ি থেকে কিছু পোশাক এনে পরিষ্কার-পরিছন্ন করার পাশাপাশি সমাজসেবা থেকে কিছু ওষুধের ব্যবস্থা করেন। চিকিৎসা দেয়া হয়। কথা বলতে পারেনি। পরিচয়ও মেলেনি। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হলেও নিকটজনদের তেমন কেউই হাসপাতালে ছুটে আসেননি বা খবর পাননি। অবশেষে গতপরশু রোববার দিনগত রাত ৩টার দিকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃত্যু হয়। গতকাল সারাদিন লাশ পড়ে থাকলেও দাফনের তেমন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। শেষ পর্যন্ত লাশ রাখা ঘরে রাখা হলেও আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা কমিটিকে বিষয়টি অবহিত করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে। হাসপাতালে ভর্তির সময় অজ্ঞাত পরিচয়ের গায়ে ছিলো হাফ হাতা গেঞ্জি। পরনে ছিলো চেক লুঙ্গি।