ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণ

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার উপজেলার দুর্গাপুর সড়কে ছিনতাইকারীরা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। করিমনচালক পুকুরের পানিতে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা পেলেও বিস্ফোরিত বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।

জানা গেছে, গত রোববার রাত দেড়টার দিকে ধান্যঘোরা গ্রামের ফুলবাসের ছেলে আজগার করিমন নিয়ে কার্পাসডাঙ্গায় আসছিলেন। এ সময় দুর্গাপুর সড়কের (কাব্বার মোড়ে) কবরস্থানের নিকট পৌঁছুলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় আজগার প্রাণ বাঁচাতে করিমন ফেলে পার্শ্ববর্তী পুকুরের পানিতে লাফ দেন। ছিনতাইকারীরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।