স্টাফ রিপোর্টার: দায়িত্বে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কারে ভূষিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ৭ পুলিশ অফিসার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা পুলিশের মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসন। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন থানা ও ফাঁড়ি পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়। এসআইদের মধ্যে চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার আমির আব্বাস, জীবননগর থানার সেকেন্ড অফিসার লৎফুল কবীর, আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, দর্শনা তদন্তকেন্দ্রের আইসি এসআই মিজানুর রহমান, এএসআইদের মধ্যে চুযাডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান ও এএসআই ওহিদুল ইসলাম, জীবননগর থানার এএসআই সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালেহ আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মশিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান মুন্সি, ওসি (তদন্ত) এএসএম কামরুজ্জামান খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনির উদ্দীন মোল্লা, ওসি (তদন্ত) নাজমুল হক, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীরসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।