স্টাফ রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা। গতকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়। ঢাকায় অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম দু ম্যাচে বাংলাদেশ দলের জালে কোনো গোল জড়ায়নি। প্রথম খেলায় জর্ডানকে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৬-০ গোলে পরাজিত করার পর রোববার জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে মাত্র ২০ মিনিটের মাথায় পেলান্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেয় সানজিদা।
ভারত ২৯ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে গোল পরিশোধ করে। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মেয়েরা। ম্যাচের ৬৫ মিনিটে বাংলাদেশের মিডফিল্ডার মানছুরা নিজেদের ডি বক্সের সামান্য বাইরে থেকে বল ক্লিয়ার করতে গেলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন। রেফারি ফাউলের বাঁশি বাজান এবং মানছুরাকে লালকার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিকের সুযোগকে কাজে লাগিয়ে গোল দিয়ে এগিয়ে যায় ভারতীয়রা। এরপর দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ফলে ২-১ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়ে সানজিদা-মনিকা-লিপিরা। এ খেলায় পরাজয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধা পেলো বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে ২১ অক্টোবর শক্তিশালী ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
অন্যদিকে ভারত বাংলাদেশকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে। তবে ইরান মহিলা দল এবারের বাছাই পর্বে ভারতকে পরাজিত করে চমক দেখিয়ে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে।