ফেনসিডিলসহ পুরাতন হাসপাতালপাড়ার মিনা গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পুরাতন হাসপাতালপাড়ার মিনাকে গ্রেফতার করেছে। গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় কেদারগঞ্জ এলাকায় একজন ফেনসিডিলসহ অপেক্ষা করছে। চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সির নির্দেশে থানার সেকেন্ড এসআই আমির আব্বাস, এএসআই ওহিদুল ইসলাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। তার কাছে থাকা সিমেন্টের বস্তার তৈরি বাজার করা ব্যাগ তল্লাশি করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে মিনা (৩৩)। সেখানে অভিযান চালানো হয়। তাকে গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।