ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লার কমিউনিটি ক্লিনিকের চারপাশে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানির মধ্যদিয়ে রোগীদের ক্লিনিকে যেতে হয়।
জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে সাড়ে ৩ কাঠা জমির ওপর কমিউনিটি ক্লিনিক নির্মাণের সময় চারদিকে মাটি কেটে কমিউনিটি ক্লিনিকের ভিত ভরাট করা হয়। এরপর থেকে কমিউনিটি ক্লিনিকের চারদিকে মাটি ভরাট করা হয়নি। বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। কমিউনিটি ক্লিনিকের রোগী ও সেবাদানকারীদের পানির মধ্যদিয়ে চলাচল করতে হয়। অবিলম্বে কমিউনিটি ক্লিনিকের চারপাশে মাটি ভরাটের দাবি জানিয়েছে এলাকাবাসী।