স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে বাৎসরিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় দৌলাতদিয়াড় বাদালপাড়ামাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দৌলাতদিয়াড়ের বিবাহিত ও অবিবাহিত একাদশ অংশগ্রহণ করে। বিবাহিত একাদশ ১-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে। বিজয়ী দলকে ৩৫ কেজি ওজনের খাসিছাগল পুরস্কার দেয়া হয়। একই সাথে রানারআপ দলকে ২৫ কেজি ওজনের ভেড়া পুরস্কার দেয়া হয়। বিজয়ী ও রানারআপ দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। দৌলাতদিয়াড়ের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব হাফিজুল ইসলাম লাল্টুর তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্বাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এহসানুল হক হাসান ও আলুকদিয়া ইউপি সদস্য হাবলুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শাহরিয়ার কবির লিপু। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন রাজন, আবীর, আনারুল, শাকিল ও জান্টু মাস্টারসহ অনেকে।