চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের সংবর্ধনা সভায় জেলা পরিষদ প্রশাসক মনজু

সততার সাথে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেছেন, সততার সাথে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন রেডক্রিসেন্ট, ডায়াবেটিক ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারি।

গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সংবর্ধনাসভায় সংবর্ধিত প্রধান অতিথি এসব কথা বলেন। মাহফুজুর রহমান আরো বলেন, আমি কোনোদিন ভোট করেনি। স্বাধীনতার পর দীর্ঘ ৪৩ বছর মানুষের জন্য ও দলের জন্য কাজ করেছি। হুইপের সুপারিশে প্রধানমন্ত্রী আমাকে জেলা পরিষদ প্রশাসক মনোনীত করেছেন। যার মধ্যদিয়ে আমি রাজনৈতিক পরিচিতি পেয়েছি।

রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান। বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট মহা. শামসুজ্জোহা (পিপি) ও ওয়াহেদুজ্জামান বুলা। এ সময় ইউনিটের কার্যকরী সদস্য হুমায়ন কবীর মালিক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, যুব রেডক্রিসেন্ট সদস্য মাবুদ সরকার ও ওবাইদুল ইসলাম তুহিনসহ রেডক্রিসেন্টের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের উপপরিচালক হায়দার আলী। অতিথিবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন যুব রেডক্রিসেন্টের সদস্য নাঈমা, স্নিগ্ধা ও সুবর্ণা।