স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিবুজ্জামানের মুখে একটি কৃমিনাশক ট্যাবলেট মেবেন্ডাজল খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম নবী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সোহেল আহমেদ এবং প্রধান শিক্ষক সাবিনাকুলসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা।
সিভিল সার্জন জানান, চুয়াডাঙ্গা জেলায় এবার এক লাখ ৬৯ হাজার ৬৫০ জন ৫ থেকে ১২ বছর বয়সী শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট মেবেন্ডাজল খাওয়ানো হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান ৯৬৮টিতে স্কুলগামী ছাত্র ৮৩ হাজার ৮২৪ জন ও ছাত্রী ৮৬ হাজার ৬৯৭ জন এবং স্কুল বহির্ভূত বালক ১ হাজার ২৩১ জন ও বালিকা ৮৯৮ জনকে কৃমিনাশক ট্যাবলেড মেবেন্ডাজল ৫০০ মি.গ্রা. খাওয়ানো হবে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে কার্যক্রম পর্যবেক্ষণনের জন্য। এ কার্যক্রম আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব বলেন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সময় যথাযথ নিয়ম অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে কৃমিনিয়ন্ত্রণ সপ্তা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার সকালে মুজিবনগর স্বাস্থ্য প. প. কার্য়ালয়ের আয়াজনে, মুজিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডলের উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. হাসান আলী, শিক্ষা অফিসার আফিলউদ্দীন প্রমুখ। স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, মুজিবনগর উপজেলায় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১২ বছর বয়সের ১৫ হাজার ১৪৩ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।