গাংনীর মুটমুড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মুটমুড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল গতকাল রোববার বিকেলে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রশিদুল ইসলামকে সভাপতি ও হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মোহন। গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সহসভাপতি পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, যুগ্ম সম্পাদক আনোয়ার পাশা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক নিশান সাবের, মাসুদ খান লিংকন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, প্রচার সম্পাদক বকুল আহম্মেদ ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আহসান হাবিব প্রমুখ।