ইবির ভর্তি ফরম বিতরণ শেষ : আসনপ্রতি লড়বে ৬০ জন ভর্তিচ্ছু

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তির ফরম বিতরণ গত ১৫ অক্টোবর শেষ হয়েছে। এবার এক আসনের বিপরীতে মোট ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে। সি ইউনিটে প্রতি আসনের বিপরীতে মোট ১০৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টার শাখা সূত্রে জানা যায়, এ বছর ৮টি ইউনিটের অধীনে ২২টি বিভাগের ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৩১৬টি ভর্তি আবেদন জমা পড়েছে। এ হিসেবে এক আসনের বিপরীতে মোট ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করবে। এছাড়া ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটে ৪ হাজার ৪৫৪টি (আসনপ্রতি ১৮ জন), কলা অনুষদভুক্ত বি ইউনিটে ২১ হাজার ৯৫টি (আসনপ্রতি ৬২ জন), বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ১০ হাজার ৬৪৭টি (আসনপ্রতি ৭৮ জন), ই ইউনিটে ১০ হাজার ২৪৬টি (আসনপ্রতি ৭৫ জন), এফ ইউনিটে দু হাজার ৫৪৯টি (আসনপ্রতি ২৫ জন), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটে ১৪ হাজার ১২৪টি (আসনপ্রতি ৬২ জন) এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটে ৮ হাজার ৬২৫টি (আসনপ্রতি ৬১ জন) ভর্তি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সি ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে মোট ১৫ হাজার ৫৭৬টি ভর্তি আবেদন জমা পড়েছে। কম্পিউটার সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ বলেন, গত বছরের তুলনায় এবার প্রায় ১৩ হাজারেরও বেশি ভর্তি আবেদন জমা পড়েছে।

রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন জানান, গত ৬ সেপ্টেম্বর থেকে ভর্তির ফরম বিতরণ শুরু হয়ে গত ১৫ অক্টোবর শেষ হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট (http://iu.teletalk.com.bd) এ লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। ২৩ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু এবং ২৭ নভেম্বর তা শেষ হবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ((www.iu.ac.bd) এ বিস্তারিত জানা যাবে।