মারামারির ম্যাচে ১২ লাল কার্ড!

মাথাভাঙ্গা মনিটর: হাতাহাতি, গণ্ডগোল, এক ডজন লাল কার্ড, মারামারি থামাতে মাঠে দাঙ্গা পুলিশের আগমণ, এরপর ম্যাচ বাতিল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে এমন এক ঘটনাই ঘটেছে। ম্যাচটিকে রেফারি বাতিল ঘোষণা করার আগে দেপোর্তিভো রোকার বিপক্ষে সিপোয়েত্তি ১-০ গোলে এগিয়ে ছিলো। ঘটনার শুরু দ্বিতীয়ার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে। সিপোল্লেত্তির ডিফেন্ডার মার্কোস লামোয়া ফাউল করে হলুদকার্ড দেখেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন দেপোর্তিভোর একজন খেলোয়াড়। এরপর প্রতিবাদ আরো তীব্র হওয়ার পর গণ্ডগোল বাধে এবং লামোয়াকে আরেকটি হলুদকার্ড দিয়ে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

লালকার্ড দেখা দুই খেলোয়াড় মাঠ থেকে বের হওয়ার সময় বিবাদে জড়িয়ে পড়েন। দুজনের সাথে মারামারিতে যোগ দেন তাদের সতীর্থরাও। এমনকি বেঞ্চের খেলোয়াড়রাও মাঠে নেমে পড়ে। রেফারিও সমানে লালকার্ড দেখাতে থাকেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোকে রেফারি বলেন, আগের দুটির পর আরো ১০টি লালকার্ড দেখান তিনি।