জাতীয় দলের কোচ ক্রুইফ বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: জাতীয় ফুটবল দলের  ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার পরিবর্তে আপাতত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তারই সহকারী সাইফুল বারী টিটো। গতকাল শনিবার বাফুফে ভবনে কোচদের বিষয়ে এক বৈঠক করেন বাফুফে সভাপতি। এরপরই তিনি কোচদের বরখাস্ত করার ঘোষণা দেন। বকেয়া বেতন সংক্রান্ত জটিলতা নিয়ে ক্রুইফের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছিলো। সম্প্রতি চার মাসের বেতন দেয়া না হলে ফিরে না আসার ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ডি ক্রুইফ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, গত ১৪ মাসের মধ্যে ৭ মাসও ফুটবল দলের সাথে কাজ করেননি। যতোদিনের জন্য তিনি ছুটি নেন তার চেয়ে বেশি সময় ধরে তিনি নিজের দেশ নেদারল্যান্ডসে কাটান। কাজী সালাউদ্দিন বলেন, একমাস আগেই বৈঠকে এ বিষয় নিয়ে কথা হয়। সেখানে তাদের অব্যাহতি দেয়ার বিষয়ে অনেকেই সম্মতি দেন। সবকিছু বিবেচনা করেই আজ তাদের অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।