খবর:(বেগমপুর গ্রামে যুবতীর সাথে গল্প করার সময় ঢাকার দু যুবককে উত্তমমধ্যম)
কিসের টানে কোথায় এলি ভাই
কেমন কেমন গন্ধ যেন পাই
কার সাথে যে তোদের মিল
লোকে ধরে দিলো বেজায় কিল।
ফাজিলগিরি করে বেড়াস তোরা
বুদ্ধি আছে আনকোরা আনকোরা
কিন্তু এমন হলো কিসের ফলে
পড়লি কেন প্রেমের গ্যাঁড়াকলে?
তোরা নাকি হাজার বোকার বোকা
মাথায় তোদের আছে বেজুত পোকা
পরের মনে কাটতে গেলি গেড়ে
করলো সাইজ ঠ্যাঙা পড়া ঝেড়ে।
-আহাদ আলী মোল্লা