জীবননগর দেহাটিতে কী পশু জবাই করছে মিন্টু শহিদুল?

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দেহাটি গ্রামের শহিদুল ও মিন্টুর বিরুদ্ধে রুগ্ন, অসুস্থ ও মাঝে মধ্যে মরা গরু-ছাগল জবাই করে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত সোমবার একটি মরা গরু জবাই করে বিক্রি করার পর জানাজানি হয়ে পড়লে তারা দৌঁড়ঝাঁপ শুরু করেন এবং শেষ পর্যন্ত স্থানীয়দের ম্যানেজ করে এ যাত্রায় রেহাই পেয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে জানা যায়, জীবননগর দেহাটির রবিউল শাহ’র ছেলে কসাই মিন্টু ও তার দুলাভাই শহিদুল দেহাটি গ্রামে মাংস বিক্রি করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে রুগ্ন, অসুস্থ ও মরা গরু-ছাগল জবাই করে এর মাংস বিক্রি করে থাকেন বলে অভিযোগ। সর্বশেষ গত সোমবার তারা একটি মরা গরু জবাই করে এর মাংস বিক্রি করলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। এ নিয়ে গ্রামে সালিসসভার উদ্যোগ নেয়ার হয়। সালিসের উদ্যোগ নেয়ার খবরে তারা দৌঁড়ঝাঁপ শুরু করেন এবং শেষ পর্যন্ত স্থানীয় নেতাদের ম্যানেজ করে এ যাত্রাই রেহাই পান বলে অভিযোগ। এ ধরনের পশু জবাই করে বিক্রি বন্ধে এলাকাবাসী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

Leave a comment