স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে কলেজের সংখ্যা দিন-দিন বৃদ্ধির ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিয়েছে। তাই চাপ কমিয়ে ব্যবস্থাপনায় জটিলতা দূর করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাঁচাতেই এর বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। সরকারি কলেজগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও ৯২ সাল থেকে এ সব প্রতিষ্ঠানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হয়। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার নির্দেশনা দেন। গতকাল শুক্রবার সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে প্রায় দু হাজার ৬০০ কলেজ রয়েছে, এর মধ্যে সরকারি কলেজ ২৭৯টি।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আগেই ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। কুকীর্তির ফলে আদালতের নির্দেশে এক সাথে এক হাজার ১০০ লোকের চাকরি চলে যায়। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করছি। সিলেটেও একটি অফিস করেছি। মূলত প্রতিষ্ঠানটিকে বাঁচানোর চেষ্টা করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া, সিলেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম শাহী আলম ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার প্রমুখ।