স্টাফ রিপোর্টার: অকালেই চলে গেলেন চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার ইয়াছিন আলম। মাত্র ৪৬ বছর বয়সেই মস্তিস্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে তিন দিনের মাথায় গতকাল শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…….রাজেউন)। গতরাতে চুয়াডাঙ্গা পুরাতন গোরস্তান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা বড় বাজার নিজের বাজারের এক সময়ের বিশিষ্ট কাঁচা ও পাকামালের আড়ৎদার মৃত ইদু মিয়ার বড় ছেলে ইয়াছিন আলম ট্রাকের ব্যবসা করতেন। ব্যবসার কাজেই তিনি ১০ অক্টোবর হবিগঞ্জ যান। গত বুধবার তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। তাকে দ্রুত ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ইন্তেকাল করেন তিনি। গতকাল মৃতদেহ তার মাঝেরপাড়াস্থ বাসভবনে নেয়া হলে নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী ও শিশু দু সন্তান রেখে গেছেন। ইয়াছিন আলম চুয়াডাঙ্গার বন্যা ইন্টারপ্রাইজের মকলেছুর রহমান ও ঠিকাদার স্বপনের বড় ভাই।
ইয়াছিন আলমের মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন শোক প্রকাশ করে শোক প্রকাশ করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, ইয়াছিন আলী ছিলেন মৃদুভাষী এবং নিরিবিলি ভালো মানুষ। তার মৃত্যুতে মাথাভাঙ্গা পরিবার একজন অকৃত্রিম বন্ধুসুলভ বড়ভাইকে হারালো।